মহানগরের আলেয়া_Written By pinuram [আট - বন্দিনীর মুক্তি (০৩ - ০৪)]
মহানগরের আলেয়া
Written By pinuram
আট
বন্দিনীর মুক্তি (#০৩)
এই কয়দিনে লোকেশ নামক লম্পট অসুর নিধনে খুব ব্যাস্ত ছিল দানা। ফারহানের সাথে এই এক কয়দিনে বিশেষ দেখা হয়নি, দেখা হলেও ওর বাড়িতে আর যাওয়া হয়ে ওঠেনি। জারিনার মাঝে মাঝেই ফোন আসে, ইয়ার্কি মেরে জিজ্ঞেস করে দানা নামক বাঘ আবার কোন নতুন নারীর খোঁজ পেয়েছে নাকি! দানা ইয়ার্কি মেরে উত্তর দেয়, নতুন কাউকে পেলে ওদের সাথেই সহবাস করবে। মাস ফুরাতে যায়, কয়েক দিনের মধ্যে নয়না বোসের কাছে গাড়ি চালানোর কাজে লাগতে হবে। এই কয়দিনে মহুয়ার বাড়িতে লোকজন আত্মীয় সজ্জন থাকার ফলে ঠিক ভাবে কথাবার্তা বলতে পারেনি। সবসময়ে ওর কণ্ঠস্বর শোনার জন্য কান অধীর হয়ে থাকত, ফোন পেলেই গলা শুকিয়ে আসত প্রথমে। বুকের ধুকপুকানি বেড়ে উঠত, কি বলবে কি বলবে। আগে হলে না হয় কোন পরিকল্পনা, অথবা ওকে সাহস জোগান। কিন্তু লোকেশের মৃত্যুর পরে আর সেই সবের বালাই নেই।
বুদ্ধিবলে লোকেশকে পরাজিত করার পরে, দানার মনে সাহস জেগে ওঠে। কঙ্কনা আর নাসরিনের সাথেও বুদ্ধির লড়াইয়ে পরাস্ত করতে চায়। পরিকল্পনা মাফিক একদিন নাসিরকে কঙ্কনার ঠিকানা দিয়ে ওর বাড়িতে পাঠায়। বেশ কয়েকদিন পরে নাসির হতাশার খবর নিয়ে দানার কাছে পৌঁছায়। দানার দেওয়া ঠিকানায়, কঙ্কনা দেবনাথ অথবা নাসরিন আখতার নামে কেউ থাকে না। সেখানে এক সাহা পরিবার থাকে, ওদের আগে এক এন আর আই, কোন চ্যাটার্জি ওই বাড়ির মালিক ছিলেন, তিনি মাস তিনেক আগে সাহা পরিবারকে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। দানার কাছে শুধু মাত্র ওই বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার ছাড়া আর কিছুই ছিল না। এমন কি কঙ্কনা নাসরিনের ফটো পর্যন্ত ছিল না যে ওদের খোঁজে। দানা ওই ফোনে ফোন করে দেখে যে ফোন নাম্বার অচল হয়ে গেছে। হাল ছেড়ে দিলেও মনে মনে প্রতিজ্ঞা করে প্রতিশোধ একদিন নেবেই নেবে।
বেশ কিছুদিন পরে একদিন রাতের বেলা মহুয়া, দানাকে নিমন্ত্রন করার জন্য ফোন করে। এতদিন দানাও অন্য পাশে ছটফট করছিল একাকী মহুয়াকে পাওয়ার, হয়ত বা এক অদৃশ্য আকর্ষণ অথবা একটু বন্ধুত্ব।
মোবাইলে মহুয়ার ফোন নাম্বার দেখেই বিছানায় টানটান হয়ে বসে, "কেমন আছো, তুমি?"
মহুয়ার কণ্ঠে মুক্তির উচ্ছলতা ছলকে ওঠে, মিষ্টি হেসে উত্তর দেয়, "উফফফ জানো আমি খুব ভালো আছি। এই জন্মে ওই নরক থেকে মুক্তি পাবো আশা করিনি। তুমি না থাকলে কি যে হত জানি না, তুমি না থাকলে এক সময়ে ওই পশুটা আমাকে সত্যি সত্যি বেশ্যা পাড়ায় বিক্রি করে দিত।"
দানার বুক ফুলে যায়, কালী পাড়ার বস্তি উন্নয়নের চেয়েও মনে হয় অনেক বড় একটা অসুর নিধন করেছে। হেসে উত্তর দেয় মহুয়াকে, "না, না, তোমার সাথে ওই রকম কিছু হতেই দিতাম না আমি।"
মহুয়া প্রায় লাফিয়ে উঠে ওকে বলে, "গত কাল বাবা মা রাজস্থান চলে গেলেন, আমাকেও সাথে যেতে বলছিলেন তারপরে আমি ভাবলাম..... না থাক তুমি আবার কি ভাববে। এই শোন না, তুমি কাল বিকেলে আমাদের বাড়িতে চলে এস।"
দানা ইয়ার্কি মেরে জিজ্ঞেস করে, "মা দুর্গা কি এইবারে এই দানা নামক দানবকে সংহার করতে চায় নাকি?"
মহুয়া কপট রাগ দেখিয়ে বলে, "ধুত কি যে বল না তুমি। না এলে সত্যি সত্যি খেয়ে ফেলবো। আমি কিন্তু কিছু জানি না, তোমাকে আসতেই হবে।"
দানা জানিয়ে দেয় যে পরেরদিন সন্ধ্যে নাগাদ মহুয়ার নিমন্ত্রন রাখতে ওর বাড়িতে পৌঁছে যাবে। ফোন রেখে মনে হয়, এই রকম অধিকার আরো একজন করত, কেমন আছে সে? এতদিনে ওর কথা প্রায় ভুলতেই বসেছিল, যদি না মহুয়া ওই "খেয়ে ফেলার" কথা মিষ্টি অধিকার মাখা কণ্ঠে না বলতো। মোবাইল খুলে ইন্দ্রাণীর হাসি হাসি ছবি দেখে, হঠাৎ যেন মনে হয় ওই ঠোঁট আর সেই হাসি নেই, ওই দুই কাজল কালো চোখ ওকে বারেবারে ধিক্কার জানিয়ে দূরে ঠেলে দিচ্ছে। ক্ষমা কি সত্যি পেতে পারে না দানা? সেদিন যদি ইন্দ্রাণী ফোন উঠিয়ে ওর প্রশ্নের জবাব দিয়ে দিত তাহলে কি আর এই সব হত? কিন্তু অদৃষ্টের লিখন, ইন্দ্রাণী সেদিন নিজের ছেলে মেয়েদের নিয়ে ব্যাস্ত ছিল, পরে দানাকে ফোন করতে ভুলে গিয়েছিল। পরের বার যখন ফোন করেছিল ততক্ষণে দানা কঙ্কনা আর নাসরিনের আলেয়ার হাতছানির ডাকে অনেক নিচে তলিয়ে গেছে।
পরের দিন রুহির জন্য নতুন একটা জামা, বেশ কিছু চকোলেট পুতুল ইত্যাদি আর মহুয়ার জন্য একটা সুন্দর শাড়ি কিনে নোনা ঝিলে মহুয়ার নতুন ফ্লাটে ঠিক সন্ধ্যে নাগাদ পৌঁছে যায়। মহুয়া যেন ওর জন্যেই অপেক্ষা করে বসেছিল, দরজায় কলিং বেল বাজতেই দৌড়ে এসে খুলে দেয় দরজা। মহুয়ার নতুন উচ্ছল রূপ দেখে দানার বেশ ভালো লাগে। দানা মহুয়ার হাতে ওর উপহার ধরিয়ে দেওয়ার সময়ে আঙ্গুলের সাথে আঙ্গুল ছুঁয়ে যায়। নরম আঙ্গুলের পরশে দানার শরীর চঞ্চল হয়ে ওঠে। উপহারের বাক্সের নিচে দানার হাতে হাত রেখে দাঁড়িয়ে পড়ে মহুয়া, ওর হাতের ছোঁয়ায় অদৃশ্য বন্ধন মহুয়াকে দানার হাতের সাথে আটকে রেখে দেয়। নির্বাক দুইজনে পরস্পরের দিকে নিস্পলক চোখে তাকিয়ে থাকে। মহুয়ার চেহারা দানার চাহনির ফলে লালচে রঙ ধরে যায়। বেশিক্ষণ ওই ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, ছোট্ট রুহি "মাম্মা মাম্মা" বলতে বলতে দৌড়ে এসে মহুয়াকে জড়িয়ে ধরতেই, মহুয়া আর দানা সম্বিত ফিরে পায়।
মহুয়া ওর হাত থেকে বাক্স গুলো নিয়ে বলে, "বাপ রে, পুরো বাজার কিনে এনেছ মনে হচ্ছে।"
দানা সোফায় বসে ঘিয়ে রঙের চাপা সালোয়ার কামিজে মহুয়ার নধর দেহ পল্লবের সৌন্দর্য সুধা নিস্পলক চোখে দেখে। রুহিকে কোলে বসিয়ে একটা ছোট সোফায় বসে গল্পে মেতে ওঠে ওরা। নতুন পুতুল নতুন জামা পেয়ে কচি মেয়েটা ভারী খুশি। রুহি লাফিয়ে দানাকে জড়িয়ে ধরে, "থ্যাঙ্কু আঙ্কেল" বলে একটা ছোট্ট চুমু খায়।
দানা রুহিকে জিজ্ঞেস করে, "খুশি?"
ছোট্ট মাথা নাড়িয়ে ঝুঁটি দুলিয়ে খিলখিল করে হেসে জানিয়ে দেয় ভারী খুশি পুতুল পেয়ে।
দানা মহুয়াকে জিজ্ঞেস করে, "শাড়িটা একবার খুলে দেখ, কেমন লাগবে জানি না, কোনোদিন কারুর জন্য কিনিনি।"
মহুয়া শাড়ি না দেখেই হেসে বলে, "দেখার প্রশ্নই আসে না। তুমি হাতে করে এনেছ তাতেই আমি খুব খুশি।" দানাকে বসতে বলে উঠে গিয়ে ওর জন্য এক প্লেট ভর্তি খাদ্য দ্রব্য নিয়ে ওর সামনে রেখে বলে, "আমার কাছে হুইস্কি, বিয়ার কিছু নেই কিন্তু।"
দানা কোল্ড ড্রিঙ্কসের গেলাসে চুমুক দিয়ে বলে, "হুইস্কি আর বিয়ারে আর নেশা হয় না বুঝলে।"
মহুয়া চোখ পাকিয়ে প্রশ্ন করে, "এখানে কি নেশা করার জন্য এসেছ?"
মহুয়ার চোখে চোখ রেখে দানা বলে ফেলে, "যখন থেকে এসেছি একপ্রকার নেশার মধ্যেই আছি।"
কথার অর্থ বুঝতে পেরে মহুয়া লজ্জা ঢাকতে অন্যদিকে মুখ করে বলে, "হ্যাঁ অনেক হয়েছে। আমি নিরামিষ ভোজী, সুতরাং আমিষ ছাড়া যা চাইবে তাই দিতে চেষ্টা করব।"
দানা বলতে যাচ্ছিল, "তোমাকে পারলে আজ রাতে খাবো" কিন্তু হেসে কোল্ড ড্রিঙ্কসের গেলাস তুলে বলে, "নিরামিষের মধ্যে আমি আমিষ খুঁজে নেব চিন্তা নেই মহুয়া। যা খেতে চাইব তাই দেবে, কথাটা যেন শেষ পর্যন্ত মনে থাকে।"
দানার কথার অন্তর্নিহিত অর্থ বুঝে ফেলে, মহুয়া চোখ পাকিয়ে মিচকি হেসে বলে, "তুমি না, কি যে বলব তোমাকে, ধ্যাত। এখন এই মিষ্টি কয়টা শেষ কর, রাতের খাবারের অনেক দেরি আছে।"
দানা ভুরু কুঁচকে প্রশ্ন করে, "আরো কত দেরি লাগবে ডিনার করতে?" চোখ টিপে ক্ষেপানোর ছলে বলে, "দেখে মনে হচ্ছে সব কিছু তৈরি আছে একদম, শুধু একটু হাত লাগাতে দেরি।"
মেয়ের সামনে ওই ভাবে ওকে উত্যক্ত করার জন্য মহুয়া কপট রাগ দেখিয়ে, "কোথায় হাত লাগানোর কথা বলছ তুমি?" ওর দিকে চড়ের ইশারা করে বলে, "এমন মারব না, তখন বুঝতে পারবে।"
দানাও কম যায় না, "দেখে মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। তাই বলছিলাম বাকি টুকু না হয় দুইজনে মিলে সেরে ফেলি।"
কথাটা শুনেই লজ্জায় মহুয়ার কানে গালে রঙ ধরে যায়, ঠোঁট দাঁতে কেটে বলে, "যাও আর কথাই বলব না। তোমার সাথে কথা বলা মানেই..... তুমি না একদম যাচ্ছেতাই মানুষ।"
বহুদিন পরে, প্রায় নয় দশ মাস পরে মহুয়া নিজের হাসি ফিরে পায়। মহুয়ার চোখের ঝিলিক আর ঠোঁটের হাসি দেখে দানার বুকের চাঞ্চল্য বেড়ে ওঠে, মিলন পিয়াসী মন হুহু করে ধেয়ে যায় মহুয়ার দিকে। কিন্তু কোলে রুহি, তাই আর হাত বাড়িয়ে মহুয়াকে ছুঁতে পারে না। দানার হাত ওর দিকে অগ্রসর হতে দেখেই মহুয়া খিলখিল করে হেসে সরে যায়। চোখের তারায় দুষ্টুমি ভরা হাসি দিয়ে ইশারায় জানিয়ে দেয়, বেশ হয়েছে, শয়তানি করলে এই রকম হয়।
মহুয়া দানাকে নিজের ফ্লাট ঘুরিয়ে দেখায়। চার খানা বারান্দা, পাঁচ খানা শয়ন কক্ষ, পাঁচ খানা বাথরুম সব মিলিয়ে তিন হাজার স্কোয়ার ফিটের বিশাল ফ্লাট, বসার হল ঘরটা বিশাল। রান্না ঘরখানা বিশাল আর খোলামেলা, খাবার ঘরের সাথেই লাগানো। বেশির ভাগ ঘরের সাথেই বাথরুম লাগোয়া। ঝকঝকে দুধ সাদা দামী মার্বেল পাথরের মেঝে, আয়নার মতন নিজের প্রতিফলন দেখা যায়। বিশাল রান্নাঘরে বিদেশীদের মতন সাজানো, তবে এখন সব তৈজসপত্র কিনে ওঠা হয়নি। এক কোনায় একটা ছোট চাকরদের ঘর আছে, সেই সাথে একটা স্টাডি। এক খানা ঘর নিজেদের শোয়ার জন্য এবং এক খানা অতিথিদের জন্য কোন রকমে সাজানো হয়েছে। বসার ঘরে শুধু সোফা আর খাবারের টেবিল ছাড়া কোন আসবাব পত্র এখন কিনতে পারেনি বলে আক্ষেপ করে মহুয়া। দানা ওকে বলে সময় পড়ে আছে, ধীরে ধীরে ঘর সাজিয়ে নেবে। মহুয়ার ইচ্ছে মেয়ের ঘর হালকা গোলাপি রঙ করবে, ছাদে এক নকল আকাশ তৈরি করবে, ছোট ছোট আলো দিয়ে তারা, সাদা থারমোকল দিয়ে মেঘ বানিয়ে সাজাবে। মেয়ের কথা বলতে বলতে মহুয়া কেমন যেন হারিয়ে যায়। সব দেয়ালে শুধু মাত্র সাদা প্রাইমার মারা, দেয়ালে রঙ করা বাকি, ঘর সাজানো অনেক বাকি। পাঁচ খানা বাথরুমের মধ্যে নিজদের জন্য তিন খানা বাথরুম তিন রকম ভাবে সাজাতে চায়। নিজের বাথরুমে একটা বড় বাথটাব বসাতে চায়, মেয়ের বাথরুমে ঝর্না লাগাতে চায়, ইত্যাদি।
কোল্ড ড্রিঙ্কস শেষ করে দানা প্রশ্ন করে, "একটা কথা জিজ্ঞেস করতে পারি কি তোমাকে?"
মহুয়া উল্টে প্রশ্ন করে, "তোমার সামনে আমি খোলা বই, অনেক কিছু পড়েছ আর কি জানার বাকি আছে।"
দানার বড় জানতে ইচ্ছে করে কি ভাবে, রাজস্থানের এক কম বয়সী, কম পড়াশুনা জানা মেয়ে, এই মহানগরের এক ক্ষমতাশালী প্রতিপত্তিশালী বাড়ির বউ হল। সেটা জানার জন্য মহুয়াকে প্রশ্ন করে, "প্রশ্নটা একটু ব্যাক্তিগত।"
মহুয়া যেন ওর মনের ভেতরে উঁকি দেওয়া প্রশ্নটা পড়ে ফেলেছে, তাই গভীর ভাবে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দেয়, "রুহির খাওয়া দাওয়া হয়ে যাক, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব।"
মেয়েকে খাওয়াতে খাওয়াতে মহুয়া নিজের বাড়ির গল্প করে। রাজস্থানের আজমের নামক জায়গায় ওদের বাড়ি, পাঁচ ভাই বোনের মধ্যে ওই ছোট মেয়ে, ওর ওপরে তিন বোন আর ওর পরে এক ভাই। ওর বাবার একটা কাঠের দোকান আছে, খাট আলমারি, টেবিল ইত্যাদি তৈরি করেন। তিন বোনের মধ্যে ওকে সব থেকে সুন্দরী দেখতে, স্কুলে অনেক ছেলেই ওর পেছনে লাগতো, তাই ক্লাস টেনের পরে ওর বাবা পড়াশুনা ছাড়িয়ে দিল। পড়াশুনা করতে চাইলেও আর বেশি দুর এগোতে পারল না। দিদিদের বিয়ের জন্য পণের টাকা যোগাড় করতে করতে প্রায় সর্ব শান্ত হয়ে গেছেন ওর বাবা। বাড়ির কারুর এতদুর বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওর শ্বশুর, লোকেশ কোন পণ ছাড়াই ছোট ছেলে রাজেশের সাথে বিয়ে দিয়েছিলেন, তখন মহুয়ার বয়স মাত্র বাইশ। প্রথম এক বছর সব ঠিক ছিল, তারপরে বুঝতে পারল যে মহুয়ার মর্যাদা এই বাড়ির একজন কাজের মেয়ের চেয়ে বেশি কিছু নয়। বাড়িতে একজন সুন্দরী কাজের লোকের দরকার ছিল যে বিনা বাক্যব্যায়ে সব কাজ করবে, গ্রাম্য এক মেয়েকে বিয়ে করে আনলে সব সমস্যার সমাধান হয়ে যায়। বিয়ের এক বছরের মধ্যে রুহি পেটে আসে, মেয়ের জন্ম দিয়েছে বলে ওর মান মর্যাদা বাড়িতে আরও নেমে যায়। ভাসুর সোমেশের দুই ছেলে, তাঁর দাম অনেক। ছেলে মানেই বিয়ের বাজারে ব্ল্যাংক চেক, যত ইচ্ছে পণের টাকা লিখে দাও। স্বামী, রাজেশের কাছে স্ত্রীর মর্যাদা বিশেষ পায়নি; কিন্তু যতদিন রাজেশ বেঁচে ছিল, ততদিন লোকেশ ওর ধারে কাছে আসেনি। রাজেশ একটু মাথা গরম, খামখেয়ালী ছেলে ছিল, বাবার কথা অমান্য করে নিজের ব্যাবসা শুরু করতে চেয়েছিল, তাতে প্রচুর টাকা লোকসান করিয়ে দিয়েছিল। তারপরে একদিন গভীর রাতে গাড়ির দুর্ঘটনায় রাজেশ প্রান হারায়।
সব কিছু বলার পরে, ম্লান হেসে বলে, "আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছ। এইসব আর মনে করতে চাই না, দানা। ওই খুদে বাজারের বাড়িতে সব কিছু পুঁতে রেখে এক নতুন জীবন শুরু করতে চাই।"
দানা মহুয়ার কাঁধে হাত দিয়ে আলতো চেপে ধরে মনে বল জুগিয়ে বলে, "এখন তোমার সামনে অনেক কিছু পরে আছে, পেছনের কথা সব ভুলে নতুন জীবন শুরু করো মহুয়া।"
মহুয়ার বড় ইচ্ছে করে দানার কাঁধে মাথা রাখার, কিন্তু ততক্ষণে রুহির খাওয়া শেষ হয়ে যায়। রুহি, দানার কাছে বায়না ধরে, "আঙ্কেল, এত্তা স্তোরি বল।"
রুহির মিষ্টি আবদার শুনে দানা মহা ফাঁপরে পড়ে যায়। জীবনে কোনোদিন গল্প বানায়নি, তাও আবার ছোট একটা মেয়ে বায়না ধরেছে, কি করা যায়। মহুয়া মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ঘুম পাড়াতে নিয়ে যায়। যাওয়ার আগে দানাকে বলে জামা ছেড়ে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে পরিস্কার হয়ে নিতে। মহুয়ার নধর দেহ পল্লবের মত্ত চলন দেখে দানার মন চঞ্চল হয়ে ওঠে। মেয়েকে নিয়ে শোয়ার ঘরে ঢোকার আগে ঘাড় বেঁকিয়ে একবার দানার দিকে তাকিয়ে ইশারায় ওকে যেতে বলে, কিন্তু দানা নিস্পলক নয়নে মহুয়ার কমনীয় শরীরের ওপরে আগুন ঝরিয়ে দেয়। ওই চোখের আগুন দেখে মহুয়ার শরীর বারেবারে শিহরিত হয়ে ওঠে। বাথরুমে ঢুকে হাতে মুখে সাবান লাগানোর সময়ে দানার, চোখের সামনে মহুয়ার লাস্যময়ী নধর দেহের মত্ত চলন ভেসে ওঠে। জামা খুলে, বসার ঘরে সোফায় বসে সামনের দেয়ালে বিশাল টিভি চালিয়ে দেয়। একটা ইংরেজি চ্যানেলে কোন এক সমুদ্র তলের বিভিন্ন মাছ, হাঙ্গর অক্টপাসের ছবি চলছে। দানার সেদিকে খেয়াল নেই, মন আনচান করে কখন মহুয়ার দেখা পাবে।
বন্দিনীর মুক্তি (#০৪)
সালোয়ার ছেড়ে, সিল্কের একটা রাত্রের গাউন পরে দানার কাঁধে হাত রেখে বলে, "কি ওই সমুদ্র দেখছ বলো তো?"
দানা এতক্ষণ অজানা এক সমুদ্রে ডুবে ছিল, মহুয়া হাতের ছোঁয়া পেয়ে সম্বিত ফিরে পেয়ে পেছন ঘুরে তাকিয়ে স্থম্ভিত হয়ে যায়। মার্জিত সুন্দরী তাও ওর নামেই ফলে লাস্যময়ী অপ্সরার ছোঁয়া মহুয়ার চেহারায় ফুটে ওঠে। দানা ওর হাত ধরতেই মহুয়া একটু কুঁকড়ে যায়, কিন্তু হাত না ছাড়িয়ে ওর পাশে এসে বসে বলে, "প্লিস ওই ভাবে তাকিও না। কেমন যেন একটা মনে হচ্ছে আমার।"
দানা কি বলবে ভেবে পায় না, মহুয়ার হাত জোড়া ঠোঁটের কাছে এনে বলে, "ভারী মিষ্টি দেখাচ্ছে তোমাকে।" নরম আঙ্গুলে তপ্ত ঠোঁট ছুঁইয়ে বলে, "ডিনারটা ঠিক কোন খান থেকে শুরু করব মহুয়া।"
তপ্ত ঠোঁটের পরশে মহুয়ার দেহের প্রতিটি রোমকূপ উন্মিলিত হয়ে যায়, বুকের মধ্যে শত সহস্র ঘোড়া একসাথে দৌড়াতে শুরু করে এক অজানা দিগন্তের পানে। হাত টানতে গিয়ে মহুয়া টের পায় ওর শরীর অবশ হয়ে গেছে। দানার প্রসস্থ ছাতি আর পেশি বহুল শরীর দেখে মহুয়া অবশ হয়ে আসে।
মহুয়া, কোনরকমে দানার হাতের থেকে হাত ছাড়িয়ে মিহি কণ্ঠে বলে, "প্লিজ দানা, দুষ্টুমি করোনা, ছাড়ো আমাকে। খাবার দাবার সব ঠাণ্ডা হয়ে যাবে যে। ইসস কি যে করে না শয়তানটা....." বলেই ওর গালে আলতো চাপড় মারে।
দানা ওর নরম হাত খানি গালের ওপরে চেপে ধরে বলে, "যেটা গরম আছে সেটা দিয়ে শুরু করলে কেমন হয়।" বলেই চোখের ইশারায় অতিথিদের ঘরের দিকে তাকায়।
মহুয়ার দেহ উত্তেজনায় উত্তপ্ত হয়ে ওঠে, গাল লাল হয়ে যায়। ইচ্ছে নেই একদম দানার গালের থেকে হাত সরানোর আর সেই শক্তিও আর নেই মহুয়ার শরীরে। আবেগে চোখের পাতা ভারী হয়ে আসে মহুয়ার, কোন রকমে মিহি কণ্ঠে ওকে বলে, "প্লিজ দানা, ছাড়ো না আমাকে।"
দানা মহুয়ার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে আনে, মহুয়ার অবশ হয়ে আসা শরীর ধীরে ধীরে দানার প্রশস্ত বুকের ওপরে এলিয়ে যায়। দুইজনের শ্বাসে লাগে কামনার আগুন, মহুয়া আধা বোঁজা চোখে দানার দিকে মুখ তুলে তাকায়। ঠোঁট জোড়া অল্প খোলা, লাল ঠোঁট জোড়া কামনার রসে শিক্ত হয়ে চকচক করে দানাকে আহবান করে চুম্বনে ভরিয়ে তুলতে। দানা মহুয়াকে পাঁজাকোলা করে তুলে অতিথিদের শোয়ার ঘরে ঢুকে পড়ে।
মহুয়া ভুরু কুঁচকে দুষ্টু মিষ্টি নয়নে দানার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, "এই কি করছ তুমি? প্লিজ দানা আমাকে নামিয়ে দাও। রুহি উঠে পড়তে পারে, দানা।"
মহুয়া দানাকে নামানোর কথা বলে কিন্তু ছাড়ানোর কোন প্রচেষ্টা করে না, ইচ্ছে করেই দুই হাতে দানার গলা জড়িয়ে ধরে থাকে। দানা মহুয়াকে নিয়ে বিছানায় বসে কোলের ওপরে নিজের দিক মুখ করে বসিয়ে দেয়।
দানা মহুয়ার কোমর জড়িয়ে কাছে টেনে বলে, "তোমার নামেই এক মিষ্টি মাদকতা লেগে আছে, মহুয়া। একটা চুমু খাও তবে ছাড়বো।"
মহুয়া লজ্জায় লাল হয়ে বলে, "ধ্যাত কি দুষ্টুমি করছ তুমি। এই দানা প্লিজ ছাড়ো আমাকে, রুহি উঠে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে।"
কেলির ছলে মহুয়া, দানার বুকের ওপরে ছোট ছোট কিল মারতে শুরু করে দেয়। কোলের ওপরে বসানোর ফলে দানার লিঙ্গের ওপরে মহুয়ার নরম ভারী পাছার নিচে চেপে যায় আর রেশমি গাউন ভেদ করে দুই নর নারীর শরীরের উত্তাপ পরস্পরের শরীরে ছড়িয়ে পরে। দানা মহুয়ার মুখ আঁজলা করে ধরে বলে, "তোমার মেয়ে এখন ঘুমিয়ে কাদা, মহুয়া। আর বিকেলে নিজেই বলেছিলে যা খেতে চাই তাই পেয়ে যাবো। তাহলে একটা চুমু দিতে বাধা কোথায়?"
মহুয়ার মাথার পেছনে হাত দিয়ে ওর মাথা টেনে নিজের পুরু ঠোঁটের সাথে গোলাপি নরম ঠোঁট মিলিয়ে দেয়। মহুয়া নিজেকে কিছুক্ষণ ছাড়ানোর চেষ্টা করে কিন্তু দানার বলিষ্ঠ বাহুপাশে বাঁধা পড়ে শেষ পর্যন্ত সমর্পণ করে দেয়। দানার ঠোঁটজোড়া মহুয়ার নিচের ঠোঁট নিয়ে চুষতে চিবোতে শুরু করে আর মহুয়া চোখ বুজে সেই মধুর অধর মিলনের রেশ সারা চেহারায় মাখিয়ে নিয়ে সুখের সাগরে ভেসে যায়। চুম্বন শেষে মহুয়া কোনোরকমে মুখ তুলে দানার দিকে তাকায়। ফর্সা চেহারা লজ্জায় লাল হয়ে গেছে, কামোত্তেজনায় মহুয়ার শ্বাস ফুলে উঠেছে। গাউনের ভেতর থেকে কালো ছোট ব্রা ঢাকা সুউন্নত স্তন যুগল ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করে ওঠে। হাতের উলটো পিঠ দিয়ে ঠোঁট মুছে দুষ্টু মিষ্টি এক হাসি দিয়ে দানার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে।
দানা ওর হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে চেপে ধরে বলে, "এখনও এত লজ্জা লাগছে মহুয়া?"
উত্তরের অপেক্ষা করে না দানা, আবার মহুয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে গভীর চুম্বন এঁকে দেয়। ধীরে ধীরে মহুয়ার উত্তেজনা বেড়ে ওঠে। স্বামী রাজেশের কাছে নারীর ভালোবাসা পায়নি, তারপরে এতদিন শ্বশুরের কাছে এক প্রকার বেশ্যার মতন জীবন যাপন করেছে। প্রেমের পরশ কত মিষ্টি মধুর হয়, সেটা মহুয়া এক প্রকার ভুলেই গেছে। তাই দানার এই মিষ্টি কামঘন পরশে মহুয়ার দেহের সকল রোমকূপে আগুন ধরে যায়। এই দানা সেই আগের দানা নয়, এই দানার এসেছে ওকে ভরিয়ে তুলতে তাই লজ্জায় নিজেকে মেলে দিতে পারে না কিছুতেই।
দানার হাত মহুয়ার গাউনের ভেতরে ঢুকে যায়, ব্রা'র ওপর দিয়েই একটা স্তন হাতের মধ্যে নিয়ে আলতো চাপ দেয়। নরম স্তন উত্তপ্ত হাতের পরশ পেয়ে গলতে শুরু করে দেয়, মহুয়ার নধর দেহ পল্লবে চরম আকাঙ্ক্ষার আলোড়ন জেগে ওঠে। দানার কঠিন হাতের পেষণে মহুয়ার শরীরে কাঁপুনি ধরে যায়। অধরের সাথে অধর মিলিয়ে দানার হাত খেলে যায় মহুয়ার কোমল তপ্ত স্তন যুগলের ওপরে। মহুয়ার দেহ গভীর চুম্বনের ফলে অসাড় হয়ে যায়। স্তনের বোঁটা জোড়া শক্ত হয়ে ফুটে ওঠে দানার হাতের তীব্র পেষণে। ব্রার ওপর দিয়েই স্তনাগ্র দুই আঙ্গুলে পিষে ডলে ধরে, তীব্র পেষণের ফলে মহুয়া, দানার নিচের ঠোঁট কামড়ে ধরে। দানার কোলের ওপরে বসে মহুয়া কামোত্তেজনায় ছটফট করতে শুরু করে দেয়। বারেবারে নিজেকে দানার প্রশস্ত ছাতির ওপরে চেপে ধরে। নড়াচড়ার ফলে মহুয়ার নরম নিটোল পাছার খাঁজে দানার লিঙ্গ আটকা পরে ক্রমশ কঠিন হয়ে ওঠে। মহুয়ার রেশমি গাউন আর দানার প্যান্ট ভেদ করে কঠিন লিঙ্গের উত্তাপ নরম পাছার ত্বক স্ফুলিঙ্গ এঁকে দেয়। মহুয়া দানার কঠিন লিঙ্গের পরশ অনুভব করে পাছা চেপে ধরে ওর কোলের ওপরে। দানা গাউনের বেল্ট খুলে দেয় আর মহুয়া কাঁধের থেকে গাউন নামিয়ে দেয়। দুইজনের শ্বাসে আগুন, চোখের তারায় কামনার তীব্র আগুন, শুধু মাত্র কাম ঘন শ্বাসের আওয়াজ ছাড়া আর কিছু কারুর ঠোঁট থেকে শোনা যায় না। স্তন জোড়া শুধু মাত্র ছোট কালো ব্রা মধ্যে ঢাকা। দানার হাত মহুয়ার মসৃণ পিঠের ওপরে ঘোরাফেরা করে। মহুয়ার পিঠের পেছনে হাত দিয়ে ব্রা'র হুক খুলে দিতেই নিটোল স্তন জোড়া ছটফটিয়ে মুক্তির স্বাদ পেয়ে যায়। অনাবৃত স্তন জোড়া হাতের মধ্যে নিয়ে পিষতে পিষতে দানার মাথা নেমে আসে মহুয়ার কাঁধের ওপরে। মরালী গর্দানে চুমু খেতে খেতে দানার ঠোঁট ওর ঘাড় বুকের ওপরে চলে যায়। কানের দুল সমেত কানের লতি ঠোঁটের মাঝে নিয়ে চুষে দেয় দানা, সেই শিক্ত কাম ঘন পরশে ঘন ঘন কেঁপে ওঠে মহুয়ার কমনীয় দেহ পল্লব। চোখ বুজে দানার শিক্ত ঠোঁটের পরশ অঙ্গে মাখিয়ে নিয়ে দশ আঙ্গুলে দানার চুল খামচে ধরে মহুয়া। খোলা ঠোঁটের ভেতর হতে আগুনের হল্কার মতন শ্বাস বয়ে চলে। দানার ঠোঁট নেমে আসে মহুয়ার উপরি বক্ষের ওপরে, চুম্বনে চুম্বনে মহুয়ার ফর্সা ত্বক ভরিয়ে দেয়, ভিজিয়ে দেয় মসৃণ ত্বকের প্রতিটি কোনা। মহুয়া ওর মাথা ধরে টেনে নিজের স্তনের ওপরে নিয়ে যায়। একটা স্তন মুখের মধ্যে ঢুকিয়ে চুষতে শুরু করে দেয় দানা। ভিজে ঠোঁটের পরশ পেয়ে জীবন্ত হয়ে ওঠে স্তনের বোঁটা।
নিজের স্তন দানার ক্ষুধার্ত মুখের মধ্যে চেপে মিহি কামঘন শীৎকার করে ওঠে, "ইসসস দানা, কি পাগল করছ তুমি। আহহহহ এতদিন শুধু প্রানহীন পুতুল ছিলাম গো দানা, আমাকে কেউ আদর করেনি, দানা। আমাকে আদর কর, আমাকে ভাসিয়ে দাও দানা। চটকাও দানা, জোরে জোরে চটকাও আর চোষ। উম্মম দানা গো..... আমাকে খেয়ে ফেলো দানাআআআ......" চরম কামাবেগে মহুয়ার মাথা পেছন দিকে হেলে যায়।
প্রগাঢ় আলিঙ্গনে মহুয়ার কমনীয় দেহ বেঁধে ফেলে আবেগ জড়ানো গলায় বলে, "তোমাকে ভাসাতে এসেছি, মহুয়া। আজ রাতে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেব, আমার মিষ্টি মহুয়া।"
দানা একের পর এক স্তন নিয়ে খেলা শুরু করে, একবার বাম স্তন মুখের মধ্যে ঢুকিয়ে চুষে পিষে একাকার করে দেয় তারপরে অন্য স্তন নিয়ে চুষে পিষে একাকার করে দেয়। কোলের ওপরে বসে মহুয়া সমানে নরম পাছা দানার লিঙ্গের ওপরে ঘষে চলে। দানা ওর গাউন কোমর থেকে নামিয়ে দিতেই কালো রঙের প্যান্টি ঢাকা নরম ফোলা ঊরুসন্ধি দেখা দেয়। দানার হাত মহুয়ার পুরুষ্টু ঊরুর ওপরে চলে আসে, ঊরুসন্ধিতে হাত দিয়ে বুঝতে পারে যে প্যান্টি পুরো ভিজে গেছে যোনি রসে। যোনি রসে ভিজে থাকা প্যান্টি যোনি বেদির ওপরে আঠার মতন লেপটে নারী অঙ্গের আকার অবয়ব আর যোনির চেরা ফুটিয়ে তোলে। দানা ধীরে ধীরে মহুয়াকে নরম বিছানার ওপরে শুইয়ে দিয়ে প্যান্ট খুলে দেয়। ভিমকায় কঠিন লিঙ্গের আকার দেখে মহুয়া নিচের ঠোঁট চেপে বুকের মাঝের উছলে ওঠা কামোত্তেজনা আয়ত্তে রাখে। মহুয়ার ঊরুসন্ধি একটা ছোট কালো প্যান্টিতে ঢাকা তা ছাড়া সারা অঙ্গে একটা সুতো নেই। কাম ঘন চুম্বনের ফলে ঠোঁট গাল লাল হয়ে উঠেছে, পেষণ মর্দনের ফলে ফর্সা স্তন জোড়া লালচে রঙ ধরেছে। দানা মহুয়ার ওপরে শুয়ে বিছানার সাথে চেপে ধরে।
মহুয়া ওর গলা জড়িয়ে চোখের তারায় মণি নিবদ্ধ করে আবেগ ঘন কণ্ঠে বলে, "বড্ড শয়তান ছেলে তুমি, তাই না?"
মহুয়ার ভিজে প্যান্টি ঢাকা ঊরুসন্ধির ওপরে লিঙ্গ চেপে দানা ওকে বলে, "তুমি কম দুষ্টু মেয়ে নও, মহুয়া।"
মহুয়া ওর নাকের ওপরে নাকের ডগা ঘষে মিহি কণ্ঠে বলে, "আমাকে না জানিয়েই রাতের খাওয়া শুরু করে দিলে।"
দানা ওর কপালে আর গালে চুমু খেয়ে বলে, "এই রকম সুমিষ্ট গরম খাবার পেলে কি কেউ না খেয়ে থাকতে পারে।"
মহুয়ার ঠোঁটের কোনে দুষ্টুমির হাসি ফুটে ওঠে। জাঙ্গিয়ার ভেতর দিয়ে প্যান্টি ঢাকা নরম যোনির ওপরে লিঙ্গ ঘষে মহুয়াকে উত্যক্ত করে তোলে। পেলব জঙ্ঘা মেলে ধরে যোনির ওপরে লিঙ্গের ঘর্ষণ চরম আনন্দে উপভোগ করে মহুয়া। মহুয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ চুমু খেয়ে আবার ওর মাথা নিচের দিকে নামতে শুরু করে দেয়। আবার একের পর এক স্তন নিয়ে খেলা করে চলে দানা। স্তন জোড়া পিষে ডলে চটকে চুষে একাকার করে দেয়। বারেবারে মহুয়া ওর মাথা চেপে নিজের বুকের সাথে মিশিয়ে দিয়ে স্তন মর্দন প্রগাড় করে তোলে। দানা নিজের জাঙ্গিয়া খুলে উলঙ্গ হয়ে আবার মহুয়ার মেলে ধরা ঊরুর মাঝে শুয়ে পরে। কামাবেগে চোখের পাতা ভারী হয়ে আসে মহুয়ার, কোমল দেহ পল্লব সেই সুখের পরশে কেঁপে ওঠে। দানা মহুয়াকে আস্টেপিস্টে জড়িয়ে বিছানার সাথে কোমল দেহ পল্লব চেপে পিষে ধরে কোমর নাড়িয়ে কঠিন ভিমকায় লিঙ্গ শিক্ত যোনির চেরায় ডলে দেয়। পিচ্ছিল সাপের মতন মহুয়ার কমনীয় দেহ এঁকে বেঁকে ছটফট করে ওঠে।
চোখ বুজে ঠোঁট খুলে মাথা একপাশে বেঁকিয়ে মিহি কামঘন কণ্ঠে শীৎকার করে, "আহহহহ দানা..... তোমার ওইটা কি শক্ত হয়েছে গো..... উফফ তুমি আমাকে নিয়ে কি যে করছ না দানা..... কি আরাম কি সুখ গো দানাআআআ....."
দানা ওর কানেকানে বলে, "তোমাকে প্রচন্ড আদর করব আজকে মহুয়া, তোমার সব কষ্ট মিটিয়ে দেব আমি।"
মহুয়া চোখ বুজে দানার কামনার পরশ অঙ্গে মাখিয়ে নেয়। দানার মাথা আবার মহুয়ার স্তনের ওপরে নেমে আসে, স্তন ছাড়িয়ে ধীরে ধীরে ওর নরম গোল পেটের ওপরে নেমে আসে। নরম পেট আর সুগভীর নাভির চারপাশে চুম্বনে ভরিয়ে তুলে দানার মাথা নেমে যায় মহুয়ার মেলে ধরা পেলব জঙ্ঘা মাঝে। ভিজে কালো প্যান্টির ওপর দিয়েই মহুয়ার যোনির ওপরে ঠোঁট চেপে ধরে দানা, তিরতির করে যোনি রস নির্গত হয়ে দানার ঠোঁট ভিজিয়ে দেয়। যোনির ওপরে ঠোঁট পড়তেই মহুয়ার শরীর টানটান হয়ে যায়, "উম্মম্ম আহহহহ" করে মিহি কামঘন শীৎকার করা শুরু করে দেয়। মহুয়ার নরম শিক্ত যোনি থেকে তীব্র নারী কামনার ঘ্রাণ দানার নাকের ভেতর দিয়ে রক্তে মিশে ওকে কাম পাগল করে তোলে। দুই ঊরু দানার মাথার দুইপাশে রেখে নিজের ঊরুসন্ধি ঠেলে দেয় দানার মুখের ওপরে। দানা দুই হাতে মহুয়ার নরম নিটোল পাছা আঁকড়ে ধরে, বেশ কিছুক্ষণ প্যান্টির ওপর দিয়েই যোনি গুহা চেটে চুষে মহুয়াকে উত্যক্ত করে তোলে। মহুয়া বারেবারে কোমর উঁচিয়ে ওর মুখের মধ্যে নিজের সম্পূর্ণ ঊরুসন্ধি মিশিয়ে দেওয়ার জন্য ছটফট করে। মহুয়ার পা জোড়া উপরের দিকে তুলে কোমর থেকে প্যান্টি খুলে দেয়। প্যান্টি খুলতেই যোনি নির্গত ঝাঁঝালো ঘ্রাণ দানার নাকে ঢুকে ওকে উন্মাদ করে তোলে। দানা মহুয়ার যোনি বেদির ওপরে কালো কুঞ্চিত কেশের গুচ্ছে আঙ্গুল বুলিয়ে উত্যক্ত করে তোলে।
মহুয়ার যোনি বেদির দিকে তাকিয়ে কামুক মিষ্টি হাসি দেয় দানা, "যেমন ছেঁটে গেছিলাম তেমন রেখেছ দেখছি!"