কলঙ্কিনী কঙ্কাবতী_Written By pinuram [৬ষ্ঠ খন্ড (চ্যাপ্টার ১৬ - চ্যাপ্টার ১৮)]

🔗 Original Chapter Link: https://chotiheaven.blogspot.com/2013/12/written-by-pinuram_8951.html

🕰️ Posted on December 13, 2013 by ✍️ pinuram

📖 2403 words / 11 min read


Parent
কলঙ্কিনী কঙ্কাবতী Written By pinuram কলঙ্কিনী কঙ্কাবতী (#16) রিতিকার শুকনো মুখ দেখে দেবেশের মন কেঁদে উঠল। অনেক দিন আগে এই রকম আরেক জনের মন কাঁদিয়ে ছিল দেবেশ, সে তাকে ছেড়ে চির দিনের জন্য চলে গেল। তাই এবারে দেবেশ আর কোন ভুল করবে না।  রিতিকাকে আসস্থ করে বলল, “তোমার জন্য আমি সুইজারল্যান্ডের চাকরি যোগাড় করে নেব।” “উম্মম...” গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল রিতিকা, “আই লাভ ইউ হানি... তুমি সুইজারল্যান্ডের চাকরিটা পেলেই আমি বাবাকে জানিয়ে দেব। বাবার আপত্তি থাকবে না তাতে।” রাতের বেলা বড় ধন্দে পরে গেল দেবেশ, এত বড় পোস্ট কি’করে হাতান যায়। রিতিকা কে যদি বিয়ে করতে হয় তাহলে যেনতেন ভাবে ওই চাকরি ওর চাই, কিন্তু কি করে পাবে। বিদেশের ইন্টারভিউ আর দেশি ইন্টারভিউর মধ্যে পার্থক্য আছে। দেশি’ত ও একবারে মাত করে দেবে কিন্তু বিদেশি কি করে মাত করবে। পরের দিন থেকে লেগে পরে গেল খবর যোগাড় করতে, পয়সার কোন ঘাটতি রাখল না দেবেশ। লোক লাগিয়ে, বিদেশে কল করে জেনে নিল কে আসছে ইন্টারভিউ নিতে। জানা গেল যে ওদের মধ্যে যে প্যানেল হেড সে একজন ভারতীয়, সাউথ ইন্ডিয়ান, নাম এন.যে.রামাচন্দ্রন। নামটা বেশ ডাকসাইটে, শুনেই ত প্রথমে ঘাবড়ে গেল দেবেশ। এবারে মাথার মধ্যে খেলতে শুরু করে দিল যে কি করে এই বাঘা তেঁতুল কে বশে করা যায়, এর নরম জায়গায় ধাক্কা মারতে হবে। দিনে দিনে পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছে দেবেশ।  আজকাল রিতিকা দেখছে যে দেবেশ বেশ আনমনা থাকে। একদিন জিজ্ঞেস করল, “হানি তোমার কি হয়েছে, তুমি আজকাল এত কম কথা বল কেন আমার সাথে? সাথে থাকলেও মনে হয় যেন তুমি নেই।” রিতিকার মনের ভেতরে ভয় ঢুকে গেল, দেবেশ অন্য কাউকে পছন্দ করে নেয়নি ত, “সত্যি করে বল আমাকে।”  দেবেশ আর লুকাতে পারল না, ওর মাথার মধ্যে যা কিছু চলছিল সবকিছু রিতিকাকে জানিয়ে দিল, “এবারে কি করব বল।” অনেকক্ষণ ভেবে দেখল রিতিকা, “রামাচন্দ্রন নামটা শোনা শোনা মনে হচ্ছে, দাড়াও আমি কালকে ড্যাডির কাছ থেকে জেনে নেব।” পরের দিন রিতিকা খবর নিয়ে আনল যে, রামাচন্দ্রন বম্বে আই আই টি পাশ আউট। এবারে দেবশের চাই রামাচন্দ্রনের নাড়ির খবর যা হাতে পেলে দেবেশ রামাচন্দ্রনকে নিজের বশে করতে পারবে।  যে বছর রামাচন্দ্রন বম্বে আই আই টি থেকে পাশ করে ছিল, পয়সা আর লোক লাগিয়ে সেই বছরের সবার নাম বের করে নিল। তার মধ্যে একজন জানাশুনা পেয়ে গেল, মিস্টার ধিলন, এখন তিনি চণ্ডীগড়ে থাকেন। ব্যাস আর পায় কে দেবেশ’কে। একদিন চণ্ডীগড় গিয়ে দেখা করল মিস্টার ধিলন এর সাথে, পরিচয় দিল দিল্লী আই আই টি থেকে এসেছে। নিজের আই কার্ড দেখানর পরে বিশ্বাস করে নিল ভদ্রলক। বেশ জাতায়াত শুরু করে দিল দেবেশ। ধিরে ধিরে ধিলন কে হাতের মুঠোয় নিয়ে এল দেবেশ।  দেবেশ আজকাল বেশি কথা বলেনা রিতিকার সাথে, ওর মনের ভেতরে শুধু এখন ওই সুইজারল্যান্ডের চাকরি পাওয়া, না পেলে রিতিকাকে হয়ত পাবেনা ও।  একদিন ধিলনের সাথে কথা বলতে বলতে রামাচন্দ্রনের কথা ওঠাল দেবেশ। কথায় কথায় জেনে নিল যে রামাচন্দ্রনের একটু মেয়ের দিকে ঝোঁক আছে। ব্যাস একটা ফাঁক খুঁজছিল দেবেশ, কি করে রামাচন্দ্রনকে বাগে আনার, কাজ হাসিল হয়ে গেল ধিলনের কাছে। যা জানতে এসেছিল সেটা জেনে নিল। এবারে বাকি থাকে, রামাচন্দ্রনের সাথে কথা বলে পরিস্কার হয়ে নেওয়া। একদিন ফোন লাগাল ইটালি, কথা বলল রামাচন্দ্রনের সাথে, “স্যার আমি দেবেশ ঘোষাল, আই আই টি দিল্লী থেকে বলছি।” গম্ভির উত্তর এল, “হ্যাঁ বল।” জিজ্ঞেস করল দেবেশ, “স্যার, আপনি নেক্সট সপ্তাহে দিল্লী আসছেন আমাদের ক্যামাপাসে।” আবার গুরু গম্ভির আওয়াজ, “হ্যাঁ আসছি।” এবারে সোজা কোথায় এসে গেল দেবেশ, “স্যার আমার ওই সুইজারল্যান্ডের চাকরি’টা চাই।” কথা শুনে প্রথমে ঘাবড়ে গেল রামাচন্দ্রন, কি বলে ছেলেটা, “কি জিজ্ঞেস করছ তুমি জানো?” দেবেশ একদম তৈরি ছিল উত্তর নিয়ে, “হ্যাঁ স্যার আমি জানি আমি কি চাইছি।” রামাচন্দ্রন দেখল যে ছেলেটা বেশ পোক্ত মনে হচ্ছে, আওয়াজ একটু নিচে করে উত্তর “হুম, পারি ত, কিন্তু একটা কিন্তু আছে।” দেবেশ তৈরি ছিল যে কখন মাছ জালে আসে, “স্যার আপনি যা বলবেন সেটা পেয়ে যাবেন।” হেসে ফেলল রামাচন্দ্রন, “হুম তাহলে তুমি আমার সম্বন্ধে খবর নিয়েছ।” এদিকে দেবেশও হেসে ফেলল, “স্যার মানে আমার ফিয়াঞ্চের খুব সখ যে আমি সুইজারল্যান্ডে চাকরি করি তাই আমি সবকিছু দিতে প্রস্তুত।” জিজ্ঞেস করে রামাচন্দ্রন, “ওকে তবে দেখ যেন উপহারটা খুব ভাল আর দামী হয়, আমার চয়েস একটু হাই ক্লাস, পারবে ত?” দেবেশ বেশ কনফিদেন্ট হয়ে উত্তর দিল, “হ্যাঁ স্যার, একদম ঠিক পাবেন, যদি না পান তাহলে আমার চাকরির দরকার নেই।” রামাচন্দ্রন ওকে বলল, “ওকে তাহলে গুড নাইট, দিল্লীতে দেখা হবে। ওখানে নেমে আমি জানিয়ে দেব আমি কোন হটেলে উঠব।” দেবেশ বিদায় জানাল, “ওকে স্যার, গুড নাইট।” দেবেশ রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে, “কাজ অনেক টা এগিয়ে গেছে, যাক এবারে আসল হচ্ছে হাইক্লাস রমনি যোগাড় করা” রিতিকা একদিন দেবেশকে জিজ্ঞেস করল, “হানি তুমি যা খবর জানতে চেয়েছিলে সেটা পেয়েছ?” মাথা নারল দেবেশ, “বেবি তুমি এত চিন্তা করোনা, আমি সব কিছু ঠিক করে দেব।” রিতিকা একটু ভয়ে ভয়ে দেবেশকে বলল, “আমার মাঝে মাঝে ভয় করে হানি।” দেবেশ জিজ্ঞেস করল, “বেবি কি ভয় তোমার?” রিতিকা দেবেশকে জিজ্ঞেস করল, “এই তুমি কি করে করবে। ওই লোকটার উইক পয়েন্ট জেনেছ কি?” দেবেশ বিশেষ কিছু রিতিকার কাছ থেকে লুকায় না আজকাল, তবে রিতিকা ওর পুরান কথা কোনদিন জানতে চায়নি আর দেবেশও বলেনি ওর পুরান কথা। আজ দেবেশের মনে হল যে রিতিকাকে জানিয়ে দেয় ও কি করতে চলেছে। সব শুনে রিতিকা হাঁ, “কি তুমি এই করবে?” কলঙ্কিনী কঙ্কাবতী (#17) “বেবি, আমি নিজে’ত করছিনা, এটা হচ্ছে একটা খেলা হাই প্রোফাইল খেলা। জিততে হলে তোমাকে খেলতে হবে।” জানিয়ে দিল দেবেশ। রিতিকা কি বলবে কিছু বুঝে পেলনা, তাও জিজ্ঞেস করল, “কোথা থেকে নিয়ে আসবে তুমি?” উত্তর দিল দেবেশ, “এখন ঠিক নেই তবে এতদুর যখন নিয়ে এসেছি আগেও সব কিছু করে নেব আমি।” দেবেশ রিতিকাকে নিয়ে আগে নিয়মিত একটা ডিস্কও তে যেত, সেখানে যেতে যেতে অনেক লোকের সাথে ওর আলাপ হয়ে গেছিল। সেখান থেকে একজনের সাথে আলাপ হল। সে নিয়ে গেল দেবেশকে একটা অফিস ঘরের মধ্যে। একের পর এক ফটো দেখাল আর জানাল তাদের এক রাতের দাম। কোনটা বিশেষ পছন্দ এলনা দেবেশের। সব যেন বাজারে পাওয়া যায় এই রকম দেখে মনে হল। লোকটা দেবেশের পকেট জাচাই করার জন্য কত দিতে পারবে জিজ্ঞেস করল। দেবেশও মরিয়া হয়ে উত্তর দিল যে এক লাখ থেকে দেড় লাখ খরচ করতে রাজি আছে। ওর কোথা শুনে, লোকটা ওকে জানাল যে রাজন নামে একটা ছেলে আছে সে কিছু বলতে পারে।  একদিন রাজন কে ফোন করল দেবেশ, “হ্যালো, মাইসেলফ দেবেশ। তোমার নাম্বার আমি মিস্টার জিমির কাছ থেকে পেয়েছি।” ওদিকে গুরু গম্ভির আওয়াজ, “ওকে, বলুন কি চান।” একটু আমতা আমতা করে দেবেশ বলল, “আমার সার্ভিসের দরকার।” জানিয়ে দিল রাজন, “হুম, এখন খালি নেই।” দেবেশ ত মরিয়া, “আরে শুনুন ত আমার কথা আগে।” রাজন উত্তর দিল, “হ্যাঁ বলুন শুনছি। আপনার চাই কি?” দেবেশ বলল, “না ঠিক আমার নয় তবে একটু দেখুন না প্লিস।” রাজন উত্তর দিল, “দেখুন আগে থেকে বলে দিচ্ছি দেড় লাখ লাগবে। পঁচাত্তর আগে দিতে হবে, পঁচাত্তর অন দা স্পট। সবকিছু ক্যাস। রাজি থাকলে জানাবেন আর ম্যাডাম শুধু শুক্রবার রাত নাহয় শনিবার রাতে ফাঁকা থাকেন অন্য সময়ে নয়।” দেবেশ জিজ্ঞেস করল, “আগেভাগে আপনাকে টাকা দিয়ে দেব তারপরে আপনি টাকা নিয়ে চোট হয়ে গেলে?” রাজন রেগে গেল দেবেশের কথা শুনে, “ধুর মশাই আপনাকে আমার নাম্বার কে দিয়েছে, আপনি ফোন রাখুন। ফালতু লোকেদের সাথে আমি কথা বলিনা।” দেবেশ রাজন’কে শান্ত করার জন্য বলল, “আরে না না, আপনি রেগে গেলেন কেন। টাকা আমি দেব তবে আপনার ম্যাডামের একটা ছবি না দেখলে আর প্রোফাইল না জানলে কি করে জানব যে দেড় লাখ আমার জলে যাবেনা।” রাজন একটু শান্ত হয়ে বলল, “দেখুন ম্যাডাম এই সব করেন না, খুব হাই প্রোফাইল ক্লায়েন্ট ছাড়া ম্যাডাম কিছু করেন না।” দেবেশ জিজ্ঞেস করল, “নাম কি? বয়স কত?” রাজন উত্তর দিল, “মনীষা শর্মা, বয়স সাতাশ, খুব সুন্দরী আর শিক্ষিতা। স্মোক করেন না, ড্রিঙ্কস শুধু ক্যাভিয়ার বা রেড ওয়াইন তাও মাঝে মধ্যে। হ্যাঁ আর এক’কথা ফাইভ স্টার হোটেল চাই, ম্যাডামের নামে রুম বুক করা থাকবে, ম্যাডাম নিজের সময় মতন চলে আসবেন।” রাজনের কথা শুনে ত দেবেশের মাথা ঘুরে গেল, যাক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ফাইনাল সেমেস্টারের ক্লাস শেষ হতে চলেছে। ক্যাম্পাসিং শুরু। এরমাঝে একদিন রামাচন্দ্রনের সাথে দেখা করে জেনে নিল যে রামাচন্দ্রন, নেহেরু প্লেসের কাছে একটা পাঁচ তারা হোটেলে উঠেছেন। দাবার প্রত্যেক চাল একদম ঠিক ঠিক ভাবে এগোচ্ছে। এরমাঝে একদিন রাজনের সাথে দেখা করে দেবেশ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিল। রিতিকা নাছরবান্দা, টাকা দেবার দিনে ওর সাথে গেছিল তবে দুরে দাঁড়িয়ে ছিল রিতিকা।  টাকা হাতে নিয়ে রাজন দেবেশের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “আপনাকে দেখে ত মনে হচ্ছে না যে আপনি...” দেবেশ হেসে উত্তর দিল, “না রাজন, আমি না, আমার এক বস আছে তার জন্য...” হেসে দিল রাজন, “কি করে বস, ভাল লোক না হলে ম্যাডাম যাবেন না। আপনি পয়সা ফেরত নিয়ে যেতে পারেন।” দেবেশ হাসতে হাসতে উত্তর দিল, “আরে না না, আমার বস ফ্রান্স থাকে, আই আই টি পাশ করা।” রাজন টাকা নিয়ে ওর সাথে হাত মিলিয়ে চলে গেল, “বেশ ত, তাহলে হোটেলের লবিতে দেখা হবে এই ফ্রাইডে, কি বলেন।” দেবেশ ফিরে এল রিতিকার কাছে। রিতিকা ওকে জিজ্ঞেস করল, “হানি সব কিছু ঠিক।” মাথা নাড়ল দেবেশ, “হ্যাঁ বেবি সব কিছু ঠিকঠাক, দাবার ঘুঁটি একদম জায়গা মাফিক পড়ছে।” আর এক সপ্তাহ বাকি, তার পরের সপ্তাহে দেবেশের ইন্টারভিউ। শুক্রবার দিন ঠিক করা হল রামাচন্দ্রনের সাথে কথা বলে। দেবেশ মনীষা শর্মার নামে একটা রুম বুক করল ওই পাঁচ তারা হোটেলে। শুক্রবার ঠিক সময়ে বাকি টাকা নিয়ে হটেলের লবিতে পৌঁছে গেল। লবিতে ঢুকে দেখল যে রাজন ওর জন্য অপেক্ষা করে রয়েছে।  ওকে দেখে রাজন হাসল, “কি মিস্টার দেবেশ, কেমন আছেন?” দেবেশ জিজ্ঞেস করল, “মনীষা কোথায়?” রাজন উত্তর দিল, “ম্যাডাম চেক ইন করে নিয়েছেন। এখন কফি সপে বসে আছেন। আপনি আমাকে বাকি টাকা দিয়ে দিলে ব্যাস আপনার কাজ শেষ, ম্যাডামের কাজ শুরু।” দেবেশ মুখ নামিয়ে জিজ্ঞেস করল, “একবার কি ম্যাডাম কে দেখা যায়।” রাজন ওর কথা শুনে হেসে উঠল, “আরে নিশ্চয়ই দেখা যায়।” তারপরে দেবেশের হাত থেকে টাকার খাম’টা নিয়ে কফি সপের দিকে আঙ্গুল দিয়ে এক মহিলা কে দেখিয়ে দিল। দেবেশ চোখ তুলে দেখল ওই মহিলাকে, চোখে বড় বড় কালো চশমা, নিজের পরিচয় লুকানর জন্য নিশ্চয়। বেশ ফর্সা আর গোলগাল চেহারা, শরীরে কোথাও এই টুকু টোল খায়নি। পরনে কালো রঙের শাড়ি ওপরে রুপালি সুতর কাজ, শাড়িটা বেশ দামী মনে হচ্ছে, আর হাত কাটা আঁটো ব্লাউস গায়ে। দূর থেকে মুখখানি ভাল দেখা গেল না কিন্তু মনে হল ভীষণ সুন্দরী। কলঙ্কিনী কঙ্কাবতী (#18) রাজন ফোন করল মনীষা কে, “ম্যাডাম ডান।” কফি মাগে চুমুক দিয়ে উঠে পড়ল মনীষা, রাজনের দিকে তাকিয়ে একটু মাথা নাড়ল। তারপরে পাশে দাঁড়িয়ে থাকা দেবেশের দিকে চোখ গেল মনীষার। দেবেশকে দেখে মনীষার চোয়াল শক্ত হয়ে উঠল, এই রকম সুবিধাবাদী ক্লায়েন্ট দেখলে যেন গা জ্বলে যায় ওর। কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেল লিফটের দিকে। দেবেশ হাঁ করে তাকিয়ে থাকল মনীষার দিকে। এত দূর থেকে মুখ খানি ঠিক করে দেখা যাচ্ছে না, যে টুকু দেখা যাচ্ছে তাতে দেবেশ ভাবল, “কি সুন্দরী লাস্যময়ী এই মনীষা।” ওর চলনে কেমন যেন একটা মাদকতা লেগে আছে।” হাটা’টা বেশ মনে ধরে গেল দেবেশের। “এইরকম ভাবে কি কেউ হাঁটত?” চিন্তা করে খুঁজে পেল না দেবেশ।  সকাল বেলা রামাচন্দ্রনের ফোন এল, “হ্যালো দেবেশ, ইউ হ্যাভ ডান এ গুড জব। আমি দেখব আমি কি করতে পারি।” তিন দিন পরে দেবেশের ইন্টারভিউ হল আর রামাচন্দ্রন স্যারের দৌলতে সুইজারল্যন্ডের চাকরি’টা হয়ে গেল।  রিতিকা এবং দেবেশ দুজনে বেশ খুশি, আজ অনেক দিন পরে মনটা খুব হাল্কা লাগছে দেবেশের। রিতিকাকে জড়িয়ে ধরে ঠোঁটে, মুখে, বুকে চুমু খেয়ে নিল দেবেশ। এত দিনের সাধ ছিল আই আই টি পড়বে, তারপরে সাধ ছিল মনিদিপাদির সোনার হারের জন্য একটা গলা খোঁজার, সেটার সময় হয়ে এসেছে। রিতিকার গলায় পরাবে জেঠিমার দেওয়া সোনার হার।  একদিন বাড়িতে ফোন করল দেবেশ, বাবা মাকে জানাল এই সুখবর। বাড়ির সবাই খুব খুশি ওর চাকরি পেয়েছে শুনে, তবে তার সাথে সাথে একটু মনে দুঃখ যে ছেলে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। এই’ত বিধাতার বিধান, ডিম ফুটে পাখীর ছানা বের হবার পরে, যতক্ষণ না উড়তে শেখে ততক্ষণ সে মায়ের কোল ছারেনা, যেদিন পাখি উড়তে শেখে সে দিন পাখি নিজের বাসা বানানর জন্য উড়ে চলে যায়।  একদিন দেবেশ রিতিকাকে বলল, “ডার্লিং এবারে আমাদের সেলিব্রেট করা উচিত।” রিতিকা জিজ্ঞেস করল, “কি রকম সেলিব্রেট হানি?” দুষ্টু হেসে উত্তর দিল দেবেশ, “বাঃ রে, সারিস্কার কথা বেমালুম ভুলে গেছ।” ফর্সা মুখখানি লাল হয়ে গেল রিতিকার, চোখ নামিয়ে দেবেশের বুকের ওপরে মাথা রেখে উত্তর দিল, “কবে সেলিব্রেট করবে হানি?” চিবুকে আঙ্গুল দিয়ে মুখ তুলে ধরল দেবেশ, “শুক্রবার রাতে, এবারে এক ফাইভ স্টার হোটেলে কাটাব। সেদিন আমার তোমাকে কিছু দেবার আছে।” রিতিকা খুব খুশি, “কি দেবে তুমি আমাকে?” দেবেশ ওকে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, “একটা সারপ্রাইস দেব তোমাকে, আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ বা ভালবাসা দেব তোমাকে।” কথাটা ঠিক বুঝে উঠতে পারল না রিতিকা, তাও খুশি এই শুনে যে, অবশেষে দেবেশ ওর বাবাকে মানিয়ে নিতে পারবে।  রিতিকা বাড়িতে বলে বের হল যে ও কোন বান্ধবির বাড়িতে রাত কাটাবে, এদিকে দেবেশ রুম বুক করে রেডি।  শুক্রবার এল, যথা সময়ে দেবেশ আর রিতিকা রুমে ঢুকে পড়ল। ধিরে ধিরে এক প্রস্থ আদর খাওয়া হয়ে গেল। বিছানার ওপরে এলিয়ে শুয়ে আছে নগ্ন রিতিকা। দেবেশ ভাবল একবার রাজন কে ফোন করে, একবার ত ওকে ধন্যবাদ জানান উচিত। দেবেশ, “হ্যালো রাজন ভাই, কেমন আছেন?” রাজন, “কে দেবেশ নাকি? আরে বাঃবা অনেক দিন বাঁচবেন আপনি। বেশ কয়েক দিন ধরে আপনার ফোন লাগাচ্ছি কিন্তু আপনাকে পাচ্ছি না।” দেবেশ ওর কথা শুনে থমকে গেল, “কেন আমাকে আপনি খুজছেন কেন?” রাজন, “আরে আপনার জন্য একটা মেসেজ আছে, আপনি কোথায় আছেন বলুনত? ম্যাডামের মেসেজ খুব জরুরি, আপনাকে দেবার কথা ত অনেক আগেই ছিল কিন্তু আপনাকে না পেয়ে আমি ত মহা মুশকিলে পরে গেছিলাম।” দেবেশ ওর কথা শুনে অবাক হয়ে গেল, মনীষা ওকে কি মেসেজ দিতে পারে। ভেবে কূলকিনারা পেল না দেবেশ। রাজন কে হোটেলের নাম আর রুম নাম্বার জানিয়ে দিয়ে চুপ করে রিতিকার দিকে এক ভাবে তাকিয়ে বসে গেল। ব্যাগ থেকে বের করে নিল সেই সোনার হার, আজ রাতে রিতিকাকে গলায় পড়িয়ে দেবে দেবেশ আর কাল উপাধ্যায় স্যারের সাথে কথা বলবে।  রিতিকা ফোনে ওর কথা শুনে জেগে উঠেছে। ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে দু হাত বাড়িয়ে ডেকে নিল কাছে, “হানি কাছে এস না প্লিস এত দুরে কেন আজ?” কি করবে দেবেশ, মাথার মধ্যে ঘুরছে মনীষার মেসেজ। রাতের ডিনারের পরে রিতিকার গলায় সোনার হার পড়িয়ে দেবে।  ঠিক এমন সময়ে দরজায় কেউ ঠকঠক করল, রিতিকা ঘাবড়ে গিয়ে নিজেকে চাদরে ঢেকে নিল। দেবেশ ওর দিকে তাকিয়ে আসস্থ করে বলল “বেবি ভয় পেয় না আমি আছি।” দরজা খুলে সামনে দেখল রাজন দাঁড়িয়ে, হাতে একটা ঝকমকে কাগজে মোড়া একটা বেশ বড় বাক্স। দেবেশের হাতে বাক্সটা দিয়ে রাজন জিজ্ঞেস করল, “আপনি কি মনীষা ম্যাডাম কে চিনতেন?” “না,” মাথা নাড়ল দেবেশ, “কোথাও দেখেছি বলে’ত মনে পরে না।” ওর দিকে চোখ মেরে হেসে রাজন বলল, “যাই হক, বেস্ট অফ লাক আপনি যার জন্য হস্টেল ছেড়ে হোটেলে আছেন।” দেবেশ হেসে উত্তর দিল, “ধন্যবাদ।” রাজন একটু বেশ তাড়াহুড় করে চলে গেল। দেবেশ কূলকিনারা পাচ্ছে না যে এই বাক্সে কি থাকতে পারে। একটানে খুলে ফেলল বাক্স, ভেতরের জিনিস দেখে দেবেশের মুখ হাঁ হয়ে গেল। এটাকি কোন রকমের ঠাট্টা নাকি। একটা লাল ছোটো প্যান্টি। প্যান্টিটা হাতে নিয়ে দেখল যে ওটা মনীষার যোনি রসে ভিজে শুকিয়ে গেছে। মাথা গরম হয়ে গেল দেবেশের, তারপরে বাক্সের ভেতরে চোখ গেল, দেখল একটা কাগজ আর একটা বেশ বড় প্যাকেট।  কাগজটা বের করে চোখের সামনে মেলে ধরল দেবেশ। ওই কাগজে যা লেখা সেটা পরে দেবেশের মাথা ঘুরে গেল, মনে হল যেন কেউ সপাটে ওর গালে এক থাপ্পর মেরেছে। দেবেশ কোন রকমে দেয়াল ধরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিল।
Parent